
টেকনাফের সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অভিযান চালিয়ে নগদ দুই লাখ ১৫ হাজার ৪৮০ টাকা ও চার শ ইয়াবা উদ্ধার এবং মা-মেয়েসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। অভিযানে আরও দুইজন পালিয়ে গেছে।
গ্রেপ্তাররা হলেন- কচুবনিয়া গ্রামের আবুল কালাম (২৭), আচারবুনিয়া গ্রামের মাহমুদা (৪০) এবং তার কন্যা ইসরাত জাহান (১৫)।
২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে তারা আচারবুনিয়ার কালামের বাড়িতে অভিযান চালায়। সেখানে কয়েকজন স্থানীয় মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তিনজনকে আটক করা হয়। অভিযানে সন্দেহভাজনরা পালানোর চেষ্টা করলেও সফল হয়নি।
অভিযানে ওই বাড়ির জুতোর ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া নগদ দুই লাখ ১৫ হাজার ৪৮০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা স্বীকার করেছে, তারা ঢাকা থেকে আগত ক্রেতাদের কাছে বিক্রির জন্য আলাদা একটি চালানে ২০ হাজার ইয়াবা পৌঁছে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
আত্মীয়-স্বজন ও স্থানীয়রা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। ইতোমধ্যেই গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পালিয়ে যাওয়া অপর দুজনকে ধরার চেষ্টা চলছে বলে জানান ২ বিজিবি কর্মকর্তা।
পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ