
চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ডলু আড়ালিয়া এলাকায় শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে কৃষি জমিতে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মো. কামাল উদ্দীন কন্ট্রাক্টর (৩২) নামে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু হয়েছে।
নিহত কামাল উদ্দীন দৌলত সর্দার বাড়ির শামসুল আলমের পুত্র। তিনি পেশায় বিদ্যুৎ মিস্ত্রি ছিলেন এবং ওইদিন বিকেলে ধানক্ষেতে কাজ করতে যান। সেখানে জমিতে পড়ে থাকা ছিঁড়ে যাওয়া তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কামাল উদ্দীনের তিন বছরের একটি সন্তান রয়েছে। হঠাৎ প্রাণ হারানোর সংবাদে পরিবার ও এলাকার মানুষ গভীর শোকে স্তব্ধ হয়ে পড়েছে। তার স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।
পাইন্দং ইউনিয়নের পার্শ্ববর্তী ভুজপুর এলাকার ইউপি সদস্য সোহেল জানান, ঘটনার পরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল, কিন্তু তার আগেই তিনি মারা যান।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ বলেন, ধানক্ষেতে ছিঁড়ে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ