চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

আনোয়ারায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

আনোয়ারায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

৮ আগস্ট, ২০২৫ | ১:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আলমকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে তাকে জুইদন্ডী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

 

নুরুল আলম দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং উপজেলার জুইদন্ডী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে আইনানুগ প্রক্রিয়ায়। তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে পাঠানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট