চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে একজনের গলাকাটা লাশ উদ্ধার

ফটিকছড়িতে একজনের গলাকাটা লাশ উদ্ধার

ফটিকছড়ি সংবাদদাতা

৮ আগস্ট, ২০২৫ | ১২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মো. মনছুর বৈদ্য (৫২) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (৮ আগস্ট) পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকায় ঘরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

নিহত মো. মনছুর বৈদ্য হারুয়ালছড়ি ইউনিয়নের বেটুয়ারখীল এলাকার মৃত শফিউল আলমের ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের বড় ভাই আবুল কালাম। তিনি জানান, পৌরসভার উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকতেন মনছুর। কিন্তু তার পরিবার থাকতো হারুয়ালছড়ি ইউনিয়নের বেটুয়ারখীল এলাকায়। সকালে আশ্রয়ণ প্রকল্পের ঘরের ভেতরে মনছুরের মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশিরা খবর দেয়।  

 

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ বলেন, খবর পেয়ে উত্তর রাঙ্গামাটিয়া আদর্শ গ্রাম এলাকার আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে মনছুর বৈদ্য নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট