চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে চার দোকান, ক্ষয়ক্ষতি দুই লাখ টাকা
রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামে রাতের আঁধারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চার দোকান

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়েছে চার দোকান, ক্ষয়ক্ষতি দুই লাখ টাকা

‎রাঙ্গুনিয়া সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার মুরাদনগর গ্রামে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চার দোকান। রাত ১২টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।


‎রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন সহকারী কর্মকর্তা  জসিম উদ্দিন জানান, বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার মধ্যম মুরাদনগর এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।


‎এতে চারটি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন- জয়নাব চৌধুরী, আবু তাহের, ইসমাইল ও হাসান চৌধুরী। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমান দুইলক্ষ টাকা বলে নিশ্চিত করেন।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট