
ওজন পরিমাপে কারচুপির অভিযোগে কক্সবাজারের চারটি ফিলিং স্টেশন এবং তিনটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক)।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগম এই অভিযানের নেতৃত্ব দেন। তিনি জানান, গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগের ভিত্তিতে ফিলিং স্টেশন ও স্বর্ণের দোকানগুলোতে এই অভিযান চালানো হয়। এর মধ্যে স্বর্ণের দোকানগুলোতে ওজন পরিমাপক যন্ত্রে ত্রুটি ও কাস্টমারদের সাথে প্রতারণার অভিযোগে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, জেলা জুয়েলারি দোকান মালিক সমিতির কর্মকর্তারা ত্রুটিপূর্ণ যন্ত্রগুলো মেরামতের জন্য এক সপ্তাহ সময় চেয়েছেন। তাদের সতর্ক করে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে সঠিক ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার না করলে পুনরায় অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অন্যান্য স্বর্ণের দোকান মালিকদেরও এ বিষয়ে সতর্ক করা হয়েছে।
এর আগে বুধবার শহরের কয়েকটি এলাকায় মেয়াদ উত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ৯টি ফার্মেসিতে অভিযান চালিয়ে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কউকের এই ধারাবাহিক অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।
পূর্বকোণ/এরফান/রাজীব/পারভেজ