চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু
প্রতীকী

সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৫ | ৮:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

 

নিহত চালকের নাম ইমন সাহা (৩০)। তিনি উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের স্বপন সাহার পুত্র এবং পেশায় একজন বাস চালক। তবে তিনি বাড়বকুণ্ড বড়ুয়াপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী সড়কে মোটর সাইকেল চালিয়ে বাড়বকুণ্ড ভাড়া বাসার দিকে যাচ্ছিলেন ইমন ও তার এক সঙ্গী হৃদয় (২৩)। তারা বাড়বকুণ্ডের কাছাকাছি বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে দ্রুতগতিতে পেছন দিক থেকে আসা অপর একটি মাইক্রোবাস তাদের মোটর সাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মহূর্তেই ইমনের মাথার খুলি ভেঙে মগজ ছিটকে পড়ে সড়কে। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে আহত হন মোটর সাইকেলের অপর যাত্রী হৃদয়।

 

এলাকাবাসী তাকে উদ্ধার করে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে স্থানান্তর করেন। হৃদয় সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পেশকারপাড়ার মানিকের পুত্র। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে আসেন ইমনের স্ত্রী এবং পরিচয় নিশ্চিত করেন।

 

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আমরা মোটর সাইকেল থানায় নিয়ে আসি। লাশ হাসপাতালে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/ আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট