
চট্টগ্রামের রাউজানে একটি দেশীয় তৈরি এলজি ও একটি রামদাসহ মো. নুর উদ্দিন (৩৮) নামে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ১ নম্বর হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা এলাকার সোনা আলী তালুকদার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. নুর উদ্দীন ওই এলাকার মৃত সাহা আলমের ছেলে। তার বিরুদ্ধে জিআর-১২৬/১৮ মামলায় সাজা পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা এলাকার সোনা আলী তালুকদার বাড়িতে অভিযান চালিয়ে নুর উদ্দীন নামে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যমতে তার ঘর থেকে ১টি দেশীয় তৈরি এলজি ও বিশেষ কায়দায় প্রস্তুতকৃত একটি রামদা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার নুর উদ্দিন পার্বত্য এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে বিক্রি করতেন। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর