চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালী প্রবাসী মহসিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার

বোয়ালখালী প্রবাসী মহসিনের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবার

বোয়ালখালী সংবাদদাতা

৭ আগস্ট, ২০২৫ | ৩:৩৭ অপরাহ্ণ

সৌদি আরবে রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আবুল মহসিন (৪৮) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। আবুল মহসিন উপজেলার পূর্ব সৈয়দ নগরের বাসিন্দা। 

 

মঙ্গলবার (৫ আগস্ট) ওই হাসপাতলে তার মৃত্যু হয়। দুই যুগের বেশি প্রবাসে কাটানো এই রেমিট্যান্স যোদ্ধার লাশ ওই হাসপাতালের মর্গে আছে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল মহসিন সম্প্রতি সৌদি আরবের রিয়াদস্থ জয় মাহিয়ান ডিস্ট্রিকের রস্তানুরা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (৫ আগস্ট) তার মরদেহ হাসপাতালটির মর্গে রয়েছে। আবুল মহসিন দুই সন্তানের জনক। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তাদের পক্ষে আবুল মহসিনের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না।

 

প্রবাসী আবুল মহসিনের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন তার ভাই কাজী এম নাসের। তিনি বলেন, ‘পরপর দুই ভাইকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। পরিবারে চলছে শোকের মাতম। মহসিনের ছোট দুইটি ছেলেমেয়ে রয়েছে। সরকার যদি সহায়তা করেন তাহলে আমার ভাইয়ের মরদেহ আনা সম্ভব হবে।’

 

এর আগে তার আরেক ভাই ওমান প্রবাসী আবুল মনছুর (৫৭) গত কোরবানির ঈদের সময় দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই তিনিও মৃত্যুবরণ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট