চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

স্বৈরাচারকে এ দেশের মাটি ও মানুষ বরদাস্ত করবে না
কুতুবদিয়ায় গণজোয়ারে গর্জে উঠলো জনতার প্রতিশ্রুতি

কুতুবদিয়ায় জামায়াতের শোডাউনে হুঁশিয়ারি আমির শাহরিয়ারের

স্বৈরাচারকে এ দেশের মাটি ও মানুষ বরদাস্ত করবে না

কুতুবদিয়া সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৫ | ১১:৪৭ অপরাহ্ণ

এক নদী রক্ত দিয়ে হলেও বাংলাদেশে আর ফ্যাসিস্ট আসতে দেব না। কিয়ামত পর্যন্ত ফ্যাসিস্টকে এ দেশে জায়গা দেওয়া হবে না। এমন দৃপ্ত ঘোষণা দিয়ে কুতুবদিয়ায় বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

 

বুধবার (৬ আগস্ট) ঐতিহাসিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কুতুবদিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশাল গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন উপজেলা শাখার আমির ও সাবেক ইউপি চেয়ারম্যান আ.স.ম. শাহরিয়ার চৌধুরী।

 

তিনি বলেন, ১৮ বছর ধরে জামায়াতের নেতাকর্মীরা যখন ৫ জন একত্রিত হতে পারেনি, আজ তারা জনসমুদ্রে বুকভরে কথা বলছে। যারা আমাদের রক্তচক্ষু দেখিয়েছিল, তারা এখন মামার বাড়ি দিল্লি গিয়ে বসে আছে। এ দেশের মানুষ আর কোনো স্বৈরাচারকে মেনে নেবে না।

 

সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল করিম রাজু।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নূর, যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুর রহমান, এবং ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ বিন ইব্রাহিম।

 

সমাবেশ পূর্বে কয়েকটি মিছিল উত্তর ধুরুং, দক্ষিণ ধুরুং ও লেমশীখালী থেকে পৃথকভাবে কৈয়ারবিল আইড়িয়াল হাই স্কুলে এসে মিলিত হয়। সেখান থেকে একত্রিত মিছিল আজম সড়ক হয়ে কুতুবদিয়া উপজেলা সদর ঘুরে মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।

 

বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

 

পূর্বকোণ/সুজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট