চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩
ইয়াবা ও গাঁজাসহ আটক তিন মাদক পাচারকারী

প্রাইভেট কার ও ট্রাক জব্দ

লোহাগাড়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

লোহাগাড়া সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৫ | ১০:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় থানা পুলিশের পৃথক দুই অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও একটি ট্রাক জব্দ করা হয়েছে।

প্রথম অভিযানটি চালানো হয় মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চুনতি ইউনিয়নের বনরেঞ্জ কার্যালয় সংলগ্ন আরকান সড়কে। চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর লুকানো অবস্থায় ২ হাজার ১০০ ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় গাড়িচালক মো. আবদুল করিমকে (৪০) আটক করা হয়। তিনি কক্সবাজারের টেকনাফ থানার কচুবনিয়া পাড়ার মৃত বাচা মিয়ার ছেলে।

 

দ্বিতীয় অভিযানটি চালানো হয় ৬ আগস্ট ভোর ৪টা ২০ মিনিটে আধুনগর ইউনিয়নের আরকান সড়কে। গোপন সংবাদের ভিত্তিতে একটি কক্সবাজারগামী কার্গো মালবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৫টি পোটলায় মোড়ানো মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকচালক মো. নুরুন্নবী (৪৬) ও হেলপার মো. শেখ আলমকে (৩৫) আটক করা হয়। তারা দুজনই চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বাসিন্দা।

 

অভিযানে নেতৃত্বদানকারী লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৃথক দুই স্থান থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। পাচারে ব্যবহৃত গাড়িগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

 

পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট