
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া অংশে বিশেষ তল্লাশি চৌকিতে দুই হাজার ইয়াবাসহ মোহাম্মদ সালমান খান (৩০) নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সালমান খান কক্সবাজার পৌরসভার লাইট হাউস এলাকার নবী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। সালমানের কাঁধে ঝোলানো ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে তল্লাশি চৌকি বসানো হয়। তল্লাশিতে ইয়াবাসহ পাচারকারীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে পুলিশ এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ