
কক্সবাজারে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়া পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মঙ্গলবার (৫ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল ‘সোয়াডস’ এ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্র জানায়, ওই এলাকায় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে অস্ত্র কেনাবেচার প্রস্তুতি চলছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পুকুরে তল্লাশি করে দুটি পিস্তল, একটি একনলা বন্দুক, নয় রাউন্ড তাজা গুলি, ১৪ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ