চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

কুতুবদিয়ায় বিএনপির পাল্টাপাল্টি বিজয় মিছিল

কুতুবদিয়ায় বিএনপির পাল্টাপাল্টি বিজয় মিছিল

কুতুবদিয়া সংবাদদাতা

৬ আগস্ট, ২০২৫ | ১২:০১ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষ্যে কক্সবাজারের কুতুবদিয়ায় বিএনপির দুই পক্ষ পৃথকভাবে বিজয় মিছিল ও সমাবেশ করেছে।

 

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা সদরের পৃথক স্থানে বিজয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

প্রথমে বিকেল ৩টার দিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদের নেতৃত্বে বিশাল বিজয় মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা গেটস্থ বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

 

অপর দিকে বিকেল ৪টার দিকে ডাক বাংলো মাঠে সমাবেশের আয়োজন করেন কুতুবদিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ সালাম কুতুবীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ টি এম নুরুল বশর চৌধুরী বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের মাধ্যমে ৫ আগস্ট স্বৈরাচারের বিদায় হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা আয়নাঘর সৃষ্টি করেছে, বাংলাদেশের মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তার নির্দেশে জুলাই আন্দোলনে শতশত ভাই বোন গুলিবিদ্ধ হয়েছে।

 

বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল, সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। পরিশেষে চতুর্দিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করলে কুতুবদিয়ার মানুষ জেগে উঠবে বলে জানান তিনি।

 

এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোছাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু, কামরুল হাসান সিকদার ও নাজেম উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য আবু মুছা কুতুবী, ইউনিয়ন বিএনপির সভাপতি আকতার হোছাইন, ফিরোজ খান, নেজাম উদ্দিন, শফিউল আলম কুতুবী, আবুল কালাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাফর আলম, আকতার কামাল, জিয়াউল হক, আব্বাস উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোছাইন ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ নবী, কৃষকদলের আহ্বায়ক এনাম কুতুবী, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবুল বশর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবী, সদস্য সচিব আব্দুল মান্নান প্রমুখ।

 

সমাবেশ পরবর্তী জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিশাল বিজয় মিছিলটি ডাক বাংলো থেকে উপজেলার প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে কলেজ গেটে এসে শেষ হয়।

 

এদিকে একই উপজেলায় দুই পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ ও বিজয় মিছিলে প্রকাশ্যে কোনো গণ্ডগোল না হলেও কিছু সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের মধ্যে বিভ্রান্তি ও ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে।

 

পূর্বকোণ/হাছান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট