
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে আটক করেছে। আটকের নাম নুরুল আজিম। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, সোমবার গভীররাতে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ