চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন আ. লীগের উপদেষ্টা গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন আ. লীগের উপদেষ্টা গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

পূর্বকোণ ডেস্ক

৫ আগস্ট, ২০২৫ | ১১:৫১ অপরাহ্ণ

‎রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সাহাব মিয়া তালুকদার (৫৮) গ্রেপ্তার হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত ২টায় ডিবি পুলিশের একটি বিশেষ অভিযানে নগরীর বালুছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাহাব মিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে।

‎তিনি ইসলামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বাছুর মোহাম্মদ পাড়া এলাকার মৃত নুরুল হক তালুকদারের ছেলে। তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলে আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

‎রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, গ্রেপ্তার সাহাব মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

‎এদিকে ভুক্তভোগীরা সাহাব মিয়া গ্রেপ্তার হওয়াতে মিষ্টি বিতরণ করেন। গ্রেপ্তার সাহাব মিয়ার বড় ভাই মো. আবছার জানান, ক্ষমতার অপব্যবহার করে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও শারীরিক নির্যাতন করেছে। তার বড় মেয়ে গ্রেপ্তার সাহাব ময়ার আপন ভাতিজি হওয়া স্বত্ত্বেও তাকে মেরে হাত ভেঙে দিয়েছিলো। এটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট