চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিএনপির শোডাউন

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিএনপির শোডাউন

ফটিকছড়ি সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৫ | ১১:২১ অপরাহ্ণ

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে চট্টগ্রামের ফটিকছড়িতে বিশাল গাড়িবহর শোডাউন করেছে বিএনপি।

 

মঙ্গলবার সকালে ফটিকছড়ির উত্তরাঞ্চলের বাগান বাজার থেকে শুরু হয়ে দক্ষিণাঞ্চলের আব্দুল্লাপুর ইউনিয়নে গিয়ে শেষ হয় এই শোডাউন।

 

সাবেক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের নেতৃত্বে আয়োজিত এই মোটর শোভাযাত্রায় কয়েক শতাধিক যানবাহনে হাজারো নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রার বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।

 

এক পথসভায় সরওয়ার আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের এক বছর পূর্ণ হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্র ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চলছেই। এই বিজয় র‍্যালি সকল ষড়যন্ত্রের জবাব।

 

তিনি আরও বলেন, তারেক রহমান শুধু বিএনপির নয়, গণমানুষের আস্থার প্রতীক। তার নেতৃত্বে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

 

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয়, গণতন্ত্র কারও দয়ায় আসে না—এটি অর্জন করতে হয়।

 

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, কৃষক দলের জেলা সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, ফরিদুল আলম চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম চৌধুরী, একেএম মহিউদ্দিন আজম তালুকদার, নাছির উদ্দীন বিপ্লব, এস এম শফিউল আলম, মনছুর আলম চৌধুরীসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট