
জুলাই-আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে ফটিকছড়ি থানা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে বিবিরহাটের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি মুক্তিযোদ্ধা চত্বরে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর উত্তর জেলা মিডিয়া সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, এ দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।
তিনি আরও বলেন, ফটিকছড়িকেও চাঁদাবাজমুক্ত করা হবে। জামায়াতের আমিরের ঘোষিত সাত দফায় জাতির মুক্তির দিকনির্দেশনা রয়েছে।
সভায় বক্তারা ৫ মে শাপলা চত্বর ও ২৫–২৬ ফেব্রুয়ারির সেনা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। বক্তারা অভিযোগ করেন, দেশবিরোধী একটি মহল ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হয়ে আলেমদের বিরুদ্ধেই তাদের ব্যবহার করছে।
সভায় সভাপতিত্ব করেন থানা জামায়াতের আমির নাজিমুদ্দিন ইমু এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ বিন সিরাজ। এতে আরও বক্তব্য দেন অধ্যাপক শহিদুল ইসলাম চৌধুরী, মাস্টার নাজিম উদ্দিন সিকদার, আব্দুর রহিম, ছাত্রনেতা এজহারুল ইসলাম, নবীর হোসেন মাসুদ, গাজী মো. বেলাল প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী অংশ নেন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ