
৫ আগস্টের ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’ স্মরণে চট্টগ্রামের হাটহাজারীতে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে হাটহাজারী সদর বাসস্টেশন চত্বরে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বক্তব্যে তিনি বলেন, তারেক রহমান এমন একজন ভিশনারি নেতা যিনি প্রবাসে থেকেও একদিকে গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, অন্যদিকে বাংলাদেশের উন্নয়নে মহাপরিকল্পনা সাজিয়েছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের একটি নতুন বাংলাদেশ উপহার দেব।
মীর হেলাল বলেন, ফ্যাসিবাদের পতনে বৃহত্তর গণআন্দোলনের নেতৃত্ব দিয়েছে বিএনপি। এই আন্দোলনের বড় শরিক হচ্ছে জাতীয়তাবাদী দল। আজ কেউ কেউ গণমানুষের এ আন্দোলন ছিনিয়ে নিতে চাইছে।
তিনি আগামী জাতীয় নির্বাচনে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুর মোহাম্মদ। যৌথ সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব গিয়াস উদ্দিন ও পৌর বিএনপির সদস্যসচিব অহিদুল আলম।
এতে আরও বক্তব্য দেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের নেতারা।
সমাবেশ শেষে ব্যারিস্টার হেলালের নেতৃত্বে একটি বিশাল শোভাযাত্রা বের হয়, যা বাসস্টেশন, কলেজ রোড, আদালত সড়ক, থানা সড়ক হয়ে পুনরায় বাসস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী অংশ নেন।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ