চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

টেকনাফে বিএনপির পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

টেকনাফে বিএনপির পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

টেকনাফ সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৫ | ১০:২৫ অপরাহ্ণ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে কক্সবাজারের টেকনাফে বিএনপির দুটি পক্ষ পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ও বিকেলে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে এক পক্ষ অপর পক্ষকে প্রকাশ্যে আক্রমণ করে বক্তব্য দেয়, যা নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।

 

দুপুর ১২টার দিকে টেকনাফ পৌরসভার বাসস্টেশন এলাকায় প্রথম শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। তিনি শোভাযাত্রায় নেতৃত্ব দেন। ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি হাসান সিদ্দিকী। বক্তব্যে শাহজাহান চৌধুরী অভিযোগ করেন, সরকার পরিবর্তনের পরও টেকনাফে দুর্নীতি, মাদক ও চাঁদাবাজি বন্ধ হয়নি।

 

তিনি আরও বলেন, ৪০ বছর ধরে জনগণের পাশে আছি, আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করতে হবে।

 

সমাবেশে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে অংশ নেন। আয়োজকদের দাবি, এতে প্রায় ২০ হাজার মানুষ উপস্থিত ছিলেন।

 

এদিকে, বিকেল ৪টার দিকে একই স্থানে পৃথক সমাবেশ করেন বিএনপির অপর একটি অংশ, যার নেতৃত্ব দেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ। তাঁর অনুসারীদের আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও তাঁর ছোট ভাই জিয়াউর রহমান। বক্তব্যে আবদুল্লাহ বলেন, টেকনাফে জনগণের রায় নয়, শোষণের মাধ্যমে রাজনীতি করে আসছেন শাহজাহান চৌধুরী। তাঁর মিছিলে রোহিঙ্গাদের ভাড়া করে আনা হয়েছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালে উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে শাহজাহান চৌধুরী ও আবদুল্লাহর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর জেরে নেতা-কর্মীরাও দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন।

 

রোহিঙ্গাদের ভাড়া করে মিছিলে আনার অভিযোগ বিষয়ে জানতে চাইলে শাহজাহান চৌধুরী বলেন, লোক জড় করেই যদি রাজনীতি হতো, তাহলে সবাই লোক ভাড়া করত। কিছু লোক ধরে এনে পাল্টা কর্মসূচি দিলে মানুষ হাসবে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট