চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতাদের
বোয়ালখালীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল

বোয়ালখালীতে জামায়াতের গণমিছিল

ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নেতাদের

বোয়ালখালী সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৫ | ১০:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবসের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পৌর সদরের বুড়ি পুকুর পাড় থেকে শুরু হয়ে মিছিলটি গোমদণ্ডী ফুলতল মোড়ে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা।

 

মিছিল-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন জামায়াতের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, বায়তুল মাল সেক্রেটারি আরিফুর রশিদ, উপজেলা আমির ডা. খোরশেদ আলম, চট্টগ্রাম-৮ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ আবু নাছের, পৌর আমির মুহাম্মদ হারুন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মফিজ, ছাত্রশিবির বোয়ালখালী শাখার সভাপতি আব্দুর রহিম এবং পূর্ব থানা শাখার মুহাম্মদ ফয়জুল্লাহ। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইমাম উদ্দীন ইয়াছিন।

 

বক্তারা বলেন, ৩৬ জুলাইয়ের গণ-আন্দোলনে শহীদরা যেভাবে আত্মত্যাগ করেছেন, তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে ন্যায়ের সমাজ প্রতিষ্ঠা করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান নেতারা।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট