
চট্টগ্রামের লোহাগাড়ায় মিছিল নিয়ে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল কালাম মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশন সংলগ্ন চৌধুরী প্লাজা চত্বরে আয়োজিত সমাবেশে যোগ দিতে মিছিল সহকারে আসার সময় মা-মণি হাসপাতালের সামনে আরকান সড়কে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানেই তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন বলে জানা গেছে।
মরহুম আবুল কালাম উপজেলার পদুয়া ইউনিয়নের তেওয়ারিখিল এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পদুয়া আইনুল উলুম ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।
তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ