
স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে কর্ণফুলী কলেজ বাজার থেকে শুরু হয়ে মইজ্জারটেক পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, দেশের জনগণ শুধু পদত্যাগ চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশত্যাগ হয়েছে। ৪ কোটির বেশি নতুন ভোটার সৃষ্টি হলেও গত ১৭ বছরে তারা ভোট দিতে পারেনি। ভোট ও চাকরি— কোনো অধিকারই তাদেরকে দেওয়া হয়নি।
তিনি বলেন, এই জনগণের ঘাড়ে জোর করে চেপে বসেছিল যারা, তাদের পতন হয়েছে গণআন্দোলনের মাধ্যমে। এখন নতুন ষড়যন্ত্র শুরু হলে জনগণ আবারও রুখে দাঁড়াবে।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার মনির আবছার চৌধুরী। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থনের সময় আমাদের নির্দেশনা ছিল— রাষ্ট্রীয় কোনো সম্পদে কেউ যেন হাত না দেয়। কর্ণফুলীর মানুষ সেটি মেনে চলেছে। এখন যারা নতুন করে ষড়যন্ত্র করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমরা বাধ্য হবো।
সভায় আরও বক্তব্য দেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ম পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, অধ্যাপক নজরুল ইসলাম, এডভোকেট মুহাম্মদ হারুন, আমিনুল ইসলাম মুকুল, শোয়াইবুল ইসলাম মোরশেদ, আব্দুর রহমান, সুমন শরীফ, ডা. মুবিনুল হকসহ অনেকে।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ