চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

পেকুয়ায় বিএনপির মিছিল–পথসভা, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান
স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে পেকুয়ায় বিএনপির বর্ণাঢ্য মিছিল।

পেকুয়ায় বিএনপির মিছিল–পথসভা, ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের আহ্বান

পেকুয়া সংবাদদাতা

৫ আগস্ট, ২০২৫ | ১১:০২ অপরাহ্ণ

স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে পেকুয়া বাজারের পশ্চিম পাশে আয়োজিত পথসভায় বক্তারা স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

সভায় উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, স্বৈরাচার পতনের পরও রাজাকার-আলবদররা নতুন করে এনসিপিকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীদের ১৭ বছর ধরে মিথ্যা মামলা ও নিপীড়নের শিকার হতে হয়েছে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করতে হবে।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম শাহনেওয়াজ আজাদ, যুবদল সভাপতি কামরান জাদিদ মকুটসহ অঙ্গসংগঠনের নেতারা।

 

এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পেকুয়ার চৌমুহনীতে নবনির্মিত কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে বাজার প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।

 

স্থানীয়রা জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের জন্মস্থান হওয়ায় এ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট