
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মোহনা থেকে ১১ শ ৫০ মিটার ঘের ও বেড় জাল উদ্ধার করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন। রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নির্দেশনায় গড়দুয়ারা নয়াহাট এলাকায় এই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (৪ আগস্ট ) বিকাল ৫ টার দিকে হালদা নদীর মোহনা থেকে হাটহাজারীর উত্তর মাদার্শা নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে এসব জাল উদ্ধার করে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়,হালদা নদীর বিভিন্ন স্থানে জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করার খবর পেয়ে মধুনাঘাট এলাকায় ও হালদার মোহনায় অভিযান চালিয়ে ৪ শ মিটার ঘের ও ৭ শ মিটার বেড় জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালগুলি নৌ পুলিশ রাত সাড়ে আটটায় গড়দুয়ারা নয়াহাট এলাকায় হালদা চত্বরে পুড়িয়ে ধ্বংস করে।
পূর্বকোণ/আরআর/পারভেজ