চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে পুকুরে ডুবে স্বর্ণকারের মৃত্যু
শ্যামল ধরের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়

কক্সবাজারে পুকুরে ডুবে স্বর্ণকারের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৫ | ৬:১৭ অপরাহ্ণ

কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মল্লিকপাড়ায় পুকুরে গোসল করতে নেমে শ্যামল ধর (৪০) নামে এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার নিরঞ্জন ধরের ছেলে।

সোমবার (৪ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, শ্যামল ধর মৃগী রোগে ভুগছিলেন। এর আগেও একবার তিনি পুকুরে পড়ে গিয়েছিলেন, তবে সে সময় উদ্ধার করায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

আজকের ঘটনায় পুকুরপাড়ে কেউ না থাকায় সময়মতো উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় এক শিশু প্রথমে শ্যামল ধরকে পুকুরে ভাসতে দেখে চিৎকার করতে থাকে। পরে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

নিহতের পরিবারের সদস্যদের ধারণা, শ্যামল ধর মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরে পড়ে যান এবং পাশে কেউ না থাকায় ডুবে তাঁর মৃত্যু হয়।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সুষ্ময় বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্যামল ধরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট