চট্টগ্রাম সোমবার, ০৮ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

চন্দনাইশে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৫
চন্দনাইশে বাস-টলি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত টিপু সুলতান

চন্দনাইশে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, আহত ৫

চন্দনাইশ সংবাদদাতা

৪ আগস্ট, ২০২৫ | ৪:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে টিপু সুলতান (৩৫) নামে যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায় নি।

রবিবার (৪ আগস্ট) দুপুর ২টায় উপজেলার কেশুয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত টিপু সুলতান পশ্চিম কেশুয়ার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি বড়মা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈলতলী অভিমুখে যাচ্ছিল যাত্রীবাহী একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি এবং পাশ দিয়ে চলা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী টিপু সুলতান। তাকে দ্রুত চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে। নিরাপত্তা নিশ্চিতে দুর্ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পূর্বকোণ/দেলোয়ার/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট