
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে মোহাম্মদ রাফি (১২) নামের এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
রাফি স্থানীয় হাফেজখানা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল এবং সাহেব বানু বাড়ির মনু মিয়ার ছেলে।
নিহতের মামা মোহাম্মদ আবছার জানান, রাতের বৃষ্টির সময় বাতাসে বৈদ্যুতিক খুঁটির একটি তার ছিঁড়ে বাড়ির উঠানে পড়ে যায় এবং সেখানেই আগুন ধরে যায়। এ সময় বাড়ির সবাই আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যক্রমে রাফি উঠানে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
বৃষ্টির পানি জমে থাকায় এবং তারে বিদ্যুৎ প্রবাহিত থাকায় এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করার পর তাকে উদ্ধার করা হয়, কিন্তু ততক্ষণে তার শরীরের বেশ কয়েকটি স্থান ঝলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য তৌহিদুল ইসলাম বলেন, উপকূলীয় এই অঞ্চলে ঝড়-বৃষ্টির প্রভাব বেশি থাকে। এখানকার জন্য আলাদা পল্লী বিদ্যুৎ জরুরি বিভাগ থাকলে হয়তো দ্রুত ব্যবস্থা নিয়ে শিশুটিকে বাঁচানো যেত।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার মোরশেদুল আলম বলেন, পল্লী বিদ্যুতে সরাসরি কোনো হটলাইন নেই, অভিযোগ কেন্দ্রের মাধ্যমে যোগাযোগ করতে হয়।
রাফির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত সাড়া দেওয়ার মতো জরুরি বৈদ্যুতিক সেবা চালুর দাবি জানিয়েছেন।
পূর্বকোণ/সুমন/জেইউ/এএইচ