
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদী থেকে আবারও একটি মৃত মৃগেল (মৃগাল) মা মাছ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে মাদার্শা ইউনিয়নের শাহ মাদারী হ্যাচারি এলাকার কাছ থেকে মাছটি ভেসে থাকতে দেখা যায়।
হালদা অস্থায়ী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রমজান আলী পূর্বকোণকে জানান, নদীতে মৃত মাছটি দেখতে পেয়ে তা উদ্ধার করে তীরে আনা হয়। মাছটির ওজন ছিল ১৩ কেজি ৫০০ গ্রাম, দৈর্ঘ্য ৪২ ইঞ্চি এবং প্রস্থ ১৮ ইঞ্চি।
মা মাছটির মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির গবেষক দল এবং নদী পরিব্রাজক দলের সদস্যরা সুরতহাল শেষে মাছটি মাটিচাপা দিয়ে দাফন করেন।
প্রক্রিয়াটিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির রিসার্চ এসোসিয়েট জে.কে. ওয়ারেছাত, আশরাফুল আনাম, আরিফুল ইসলাম এবং নদী পরিব্রাজক দলের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক।
হালদা নদী বাংলাদেশের একমাত্র জেনেটিক্যালি শুদ্ধ রুইজাতীয় মাছের প্রাকৃতিক প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত। নদীতে মা মাছের মৃত্যুর ঘটনাগুলো পরিবেশবিদদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।
পূর্বকোণ/খোরশেদ/জেইউ