চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাই হ্রদে প্রথম দিনে ৩৩ টন মাছ শিকার
গতকাল থেকে কাপ্তাই হ্রদে আবারো শুরু হয়েছে মৎস্য আহরণ

কাপ্তাই হ্রদে প্রথম দিনে ৩৩ টন মাছ শিকার

কবির হোসেন, কাপ্তাই

৪ আগস্ট, ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই হ্রদে দীর্ঘ তিন মাস দু’দিন নিষেধাজ্ঞা শেষে মাছ আহরণ শুরু হয়েছে। ফলে কয়েক হাজার জেলে ও ব্যবসায়ীর মাঝে কর্মচাঞ্চল্য ফিরেছে। প্রথম দিনেই ৩৩ টন (৩৩ হাজার কেজি) বিভিন্ন প্রজাতির মাছ কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে এসেছে। যার সরকারি রাজস্ব আয় নয় লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

 

গতকাল রবিবার সকাল ৭টায় কাপ্তাই মৎস্য অবতরণ উপকেন্দ্র দেখা যায়, ক্রেতা-বিক্রেতাদের ভিড়। কাপ্তাই লেকের মৎস্যজীবীরা বাঘাইছড়ি, লংগদু, বরকল, বিলাইছড়িসহ বিভিন্ন উপজেলা থেকে ইঞ্জিনচালিত বোটে করে মাছ নিয়ে আসছেন মৎস্য অবতরণ কেন্দ্রে। সারি সারি চাপিলা, কাচকি, আইড়, বাইম মাছ, ফলি ও জাতীয় মাছসহ নানা প্রজাতির মাছ। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেসব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে ট্রাকে বোঝাই করে নিয়ে যাচ্ছেন। ব্যবসায়ী এবং জেলেদের মাঝে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

 

কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। রবিবার সকাল ৬টা থেকে জেলেরা কাপ্তাই লেক থেকে মাছ ধরে ইঞ্জিনচালিত বোটে করে এই অবতরণ কেন্দ্রে নিয়ে আসছে।

 

তিনি আরও জানান, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ কাপ্তাই মৎস্য উপকেন্দ্রে আসে। যার সরকারি রাজস্ব আয় নয় লাখ ২৪ হাজার ৫০০ টাকা। তবে লেকে পানির পরিমাণ বেশি থাকায় বড় মাছ পাওয়া না গেলেও ছোট মাছের মধ্যে কাচকি, চাপিলা মাছ এবং মাঝারি সাইজের আইড় মাছ নিয়ে তারা এসেছেন। এখানে এসে আমাদেরকে শুল্ক পরিশোধ করে দেশের বিভিন্ন প্রান্তে ট্রাকে করে মাছ নিয়ে যাচ্ছেন।

 

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বেলাল হোসেন, সম্পাদক নবী হোসেন মো. আমিন শরীফ সওদাগর জানান, ছোট প্রজাতির মাছ আসছে। পানি বেশি থাকায় বড় মাছ ধরা পড়েনি; পানি কমলে বড় মাছ ধরা পড়বে। মাছ আহরণের আগেরদিন সকল ব্যবসায়ী দোয়া ও মোনাজাতের মাধ্যমে মাছ আহরণের কার্যক্রম শুরু করে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট