চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি, খোলা হবে ১৬টি জলকপাট
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের জলকপাট খুলে দেওয়া হবে সোমবার বিকেলে। হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি। ছবি: সংগৃহীত

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি, খোলা হবে ১৬টি জলকপাট

কাপ্তাই সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৫ | ১১:৫৫ অপরাহ্ণ

বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় হ্রদের পানি লেভেল ছিল ১০৭ ফুট। এ অবস্থায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কেন্দ্রের ১৬টি জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হবে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে হ্রদে পানির প্রবাহ (ইনফ্লো) এবং চলমান বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো বাড়লে বা হ্রদের পানির স্তর অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি পেলে পর্যায়ক্রমে জলকপাট আরও বেশি পরিমাণে খুলে দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন ও নদী তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট