চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

হাটহাজারীতে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১
গ্রেপ্তার কামরুল ইসলাম মনি (৫২)

হাটহাজারীতে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

হাটহাজারী সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৫ | ১০:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে দেশীয় একনলা বন্দুক ও ইয়াবাসহ একব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে ফতেয়াবাদ রেললাইনের পাশে ওয়াসার পরিত্যক্ত পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ব্যক্তির নাম কামরুল ইসলাম (৫২)। তিনি মনিরুল, মনি এবং মহিন নামেও পরিচিত। বাড়ি দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ফতেয়াবাদ এলাকায়।

 

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রুপন নাথ জানান, বিশেষ অভিযানে কামরুলের বসতঘরের পাশের টিনের ঘর থেকে একটি দেশীয় একনলা বন্দুক, তিনটি কার্তুজ, ৫১টি ইয়াবা বড়ি, লোহার ছেনি, একটি দা, টিপ ছুরি ও আরও তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

 

তিনি বলেন, আটক ব্যক্তিকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে আরও একটি স্থানে অভিযান চালানো হয়। সেখান থেকে তার কথিত স্ত্রী বৃষ্টি আক্তারের ফেলে যাওয়া একটি নীল রঙের প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় বৃষ্টি আক্তার পালিয়ে যান।

 

এ ঘটনায় হাটহাজারী মডেল থানায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট