চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সাহসী সাংবাদিকতার পুরস্কার পেলেন পূর্বকোণের মিনারুল হক
তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এই সম্মাননা তুলে দেন।

সাহসী সাংবাদিকতার পুরস্কার পেলেন পূর্বকোণের মিনারুল হক

বিজ্ঞপ্তি

৩ আগস্ট, ২০২৫ | ৯:৫৮ অপরাহ্ণ

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাহসী সাংবাদিক সম্মাননা পুরস্কার পেলেন দৈনিক পূর্বকোণের বান্দরবান প্রতিনিধি মিনারুল হক। জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিকতায় ভূমিকা রাখায় এই সম্মাননা দেওয়া হয়।

 

রবিবার (৩ আগস্ট) বিকেলে ঢাকায় তথ্য ভবন মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম এই সম্মাননা তুলে দেন।

 

অনুষ্ঠানে একই সাথে জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার ও আহত সাংবাদিকদেরও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আলম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিকসহ বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

শহীদ সাংবাদিক, আহত ও সাহসী সাংবাদিকতায় মোট তিনটি ক্যাটাগরিতে ছয় শতাধিক সাংবাদিক থেকে বাছাই করে সারাদেশের মোট ১৯২ জন সাংবাদিককে এই সম্মাননা দেওয়া হয়েছে। এদের মধ্যে ৫ জন শহীদ সাংবাদিক পরিবারকে সম্মাননা দেওয়া হয়।

 

সাংবাদিক মিনারুল হক এর আগে কৃষি সাংবাদিকতায় অবদানের জন্য সিলেট শাহজালাল কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা সম্মাননা লাভ করেন। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে সম্মাননা লাভ করেন তিনি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট