চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

সীতাকুণ্ডে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা
সীতাকুণ্ডে পাহাড় কেটে তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ভ্রাম্যমাণ আদালত।

সীতাকুণ্ডে পাহাড় কাটায় লাখ টাকা জরিমানা

সীতাকুণ্ড সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৫ | ৯:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় কাটার অভিযোগে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে উচ্ছেদ করা হয়েছে পাহাড় কেটে গড়ে তোলা অবৈধ স্থাপনা।

 

রবিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলার ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মামুন। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

 

ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযানকালে পাহাড় কাটার সরাসরি প্রমাণ পাওয়া যায়। অমিত আইচ নামের একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে পাহাড় কেটে তৈরি করা অবৈধ স্থাপনাও সরিয়ে ফেলা হয়।

 

অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, ডেটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেখার উদ্দিনসহ সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল অংশ নেয়।

 

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড় কাটা বন্ধে নিয়মিত মনিটরিং ও অভিযানের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট