
মায়ের হাতের ভাত খেতে যাচ্ছিলেন আরমান। বড় ভাইয়ের বিয়েতে যোগ দেওয়ার আনন্দ ছিল মনে। কিন্তু ঘরে আর ফেরা হলো না তার।
রবিবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেনে উঠেছিলেন মো. আরমান (২২)। সীতাকুণ্ড পৌরসদর এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা ছুটে এসে আরমানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শেষ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তাঁর মৃত্যু হয়।
আরমান ছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরা গ্রামের মো. আনিসের ছেলে। চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। বড় ভাই রোমান সোমবার বিয়ে করবেন বলে আরমান ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন। রোমান কান্নাজড়ানো কণ্ঠে বলেন, আমার বিয়েতে আসার কথা ছিল, কিন্তু লাশ হয়ে ফিরছে ভাইটা।
দুর্ঘটনা ঘিরে নানা কথা ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। কেউ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে। কিন্তু রোমান সে কথা মানতে চান না। তিনি বলেন, এত বৃষ্টি, ছাদে কেন উঠবে? হয়তো দরজার পাশে দাঁড়িয়ে অসাবধানতায় পড়ে গেছে।
এ ঘটনায় রেলওয়ে পুলিশ কিছু জানে না বলে জানিয়েছে। সীতাকুণ্ড রেলওয়ে থানার ইনচার্জ এসআই মো. আশরাফ ছিদ্দিকী বলেন, চমেক বা অন্য কোথাও থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাইনি, খোঁজ নিচ্ছি।
যুবকের অকাল মৃত্যুতে পরিবারে নেমেছে শোকের ছায়া।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ