চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

চন্দনাইশে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর নামে হত্যা মামলা দায়ের
গৃহবধূ জোসনা আকতার

চন্দনাইশে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর নামে হত্যা মামলা দায়ের

চন্দনাইশ সংবাদদাতা

৩ আগস্ট, ২০২৫ | ৬:২৪ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশে বিষপানে গৃহবধূ জোসনা আকতার নিহতের ঘটনায় স্বামী মো. শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৩ আগস্ট) নিহতের ভাই মো. ইসমাইল বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।

 

মো. শাকিল উপজেলার কাঞ্চননগর গেট ঘর সংলগ্ন ঘাট পাঠান পাড়া এলাকার মো. আনু মিয়ার ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারণে শাকিল প্রায়ই তার স্ত্রী জোসনা আকতারকে মারধর করতো। গত ১ আগস্ট শাকিল তার স্ত্রী জোসনা আকতারকে মারধর করলে অভিমানে বিষপান করে সে। তাকে মুর্মূষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জোসনা মারা যায়। এ ব্যাপারে জোসনার ভাই মো. ইসমাইল বাদী হয়ে আজ রবিবার স্বামী মো. শাকিলকে আসামি করে চন্দনাইশ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকে শাকিল পলাতক রয়েছে বলে জানা যায়।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শরীফ বলেছেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন সয়ম ঝগড়া বিবাদ হতো। একে অপরকে পরকিয়ায় সন্দেহ করতো। গত ঈদের পর থেকে উভয়ের মধ্যে পরকিয়ার কারণে ঝগড়া বিবাদের এক পর্যায়ে জোসনার মা বুলু আক্তার জোসনার ব্যবহারের মোবাইল কেড়ে নেন। এতে জোসনা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। গত ১ আগস্ট মেয়ে জোসনাকে শান্ত করতে মা বুলু আক্তার বেড়াতে এসে জোসনাকে পুন:রায় মোবাইল দিলে উভয়ের মধ্যে আবার ঝগড়া বিবাদ হয়। এর প্রেক্ষিতে জোসনা অভিমান করে ঘরে থাকা ইঁদুরের ওষুধ খেয়ে ফেলে। তাকে মুর্মূষু অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

 

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেছেন,গৃহবধূ জোসনা আকতার নিহতের ঘটনায় তার ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট