চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

আমার ভাই আর ফিরবে না…

আমার ভাই আর ফিরবে না…

পেকুয়া সংবাদদাতা

২ আগস্ট, ২০২৫ | ১১:১৭ অপরাহ্ণ

রক্তে ভেসে যাচ্ছিল শরীরটা। পাশে ছিটকে পড়ে ছিল মোটরসাইকেলটি। রাস্তার পাশে ভয়ার্ত চোখে তাকিয়ে ছিল কয়েকজন পথচারী। ততক্ষণে মারেফুল ইসলাম শিহাবের নিঃশ্বাস থেমে যাওয়ার পথে।

 

শনিবার (২ আগস্ট) রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি। পরিবারের বড় আশা হয়ে বেড়ে ওঠা শিহাব আর বাড়ি ফিরলেন না।

 

মাত্র ২০ বছর বয়স। পেকুয়ার সদর ইউনিয়নের সাবেকগুলদী এলাকার সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে শিহাব স্বপ্ন দেখতেন পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার।

 

ভাই ইকবাল মোহাম্মদ সাকিব কান্নাভেজা গলায় বলছিলেন, খবর পেয়ে ছুটে যাই। দেখি ভাইটা রাস্তায় পড়ে আছে। চোখ বন্ধ, শরীরে রক্ত। দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ততক্ষণে সব শেষ। ডাক্তার বলে—বাঁচানো যায়নি।

 

শিহাবের মোটরসাইকেলটিই দুর্ঘটনার উৎস, তবে কীভাবে তা ঘটল—তা এখনও নিশ্চিত নয়।

 

পেকুয়া সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মোজাম্মেল হক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট