চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর, আহত ২
ফাইল ছবি

বোয়ালখালীতে আগুনে পুড়ল ৩ বসতঘর, আহত ২

বোয়ালখালী সংবাদদাতা

২ আগস্ট, ২০২৫ | ১০:১৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন অন্তত দুইজন স্থানীয় বাসিন্দা।

 

শনিবার (২ আগস্ট) রাত ৮টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া মজুমাল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, একটি রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে মো. বক্কর, মো. ফারুক ও জেনি বেগমের ঘরে। বাঁশের বেড়ার ঘর হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি, ফলে ঘরের মালামাল রক্ষা করা যায়নি।

 

দুইজন স্থানীয় বাসিন্দা আগুন নেভাতে গিয়ে আহত হন। তাদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অলক চাকমা বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তিনটি কাঁচা ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সঠিক সূত্রপাত জানা যায়নি।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন নিঃস্ব। প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস মিললেও দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট