চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

পটিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
ফাইল ছবি

সাতকানিয়ায় মাজারে অজ্ঞাতনামার লাশ উদ্ধার

সাতকানিয়া সংবাদদাতা

২ আগস্ট, ২০২৫ | ৯:৪৮ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে আধারমানিক শাহ্ (রহ.) মাজার শরিফের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাজার এলাকায় ঘোরাফেরা করতেন এবং প্রায়ই সেখানেই রাত কাটাতেন। মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও ধারণা।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

 

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট