চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

পেকুয়ায় দেশীয় এলজির বাটসহ যুবক গ্রেপ্তার
দেশীয় এলজির বাটসহ গ্রেপ্তার মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩২)

পেকুয়ায় দেশীয় এলজির বাটসহ যুবক গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

২ আগস্ট, ২০২৫ | ৯:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় দেশীয় এলজির (ব্যারেল ছাড়া) বাটসহ মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

 

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নুইন্যা মুইন্যা ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার আজিজ উদ্দিন সিকদার পেকুয়া সদর ইউনিয়নের বিলহাসুরা গ্রামের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

 

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উগ্যজাই মারমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দলের সহযোগিতায় অভিযান চালিয়ে আজিজকে আটক করি। এ সময় তার কাছ থেকে এলজির বাট (ব্যারেল ব্যতীত) উদ্ধার করা হয়। আরও একজন পালিয়ে যায়, যার কাছে অস্ত্রটির অন্য অংশ ছিল। তাকে ধাওয়া করা হলেও বিলে পানি থাকায় গ্রেপ্তার সম্ভব হয়নি।

 

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হবে।

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট