চট্টগ্রাম মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

কাতারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাঙ্গুনিয়া প্রবাসী যুবকের

কাতারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল রাঙ্গুনিয়া প্রবাসীর

নিজস্ব প্রতিবেদক

২ আগস্ট, ২০২৫ | ১:৪৩ অপরাহ্ণ

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমান উল্লাহ আমান (২৬) নামে রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পারুয়া ইউনিয়নের মো. জাফরের ছেলে। 

শনিবার (২ আগস্ট) ভোরে তার লাশ দেশে আনা হয়।

মো. তৈয়ব খান নামে নিহতের এক স্বজন জানান, কাতারে আমান ইলেকট্রিকের কাজ করতেন। গত ২৭ জুলাই ইলেকট্রিকের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আমান। ছোটবেলা থেকেই বেতাগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ডিঙ্গললোঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকতেন। অল্পবয়সে পাড়ি জমায় কাতারে। দেশে এসে বিয়ে করার কথা ছিল।

শনিবার (২ আগস্ট) সকাল ১১ টায় বানিয়াখোলা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট