চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

রাউজানে বিএনপির সংঘর্ষ: তদন্তে আজিজুল বারী হেলাল

রাউজানে বিএনপির সংঘর্ষ: সরেজমিন তদন্তের দায়িত্বে আজিজুল বারী

রাউজান সংবাদদাতা

৩১ জুলাই, ২০২৫ | ৭:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাগুলোর তদন্তে কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলালকে দায়িত্ব দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, রাউজান উপজেলায় কয়েক মাস ধরে চলমান হানাহানি ও সহিংসতার পেছনের কারণ ও সংশ্লিষ্টতা তদন্ত করে দলের হাইকমান্ডকে জানাতে হবে।

গত ২৯ জুলাই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার ও সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, চলমান সহিংসতার জেরে রাউজানে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জন বিএনপির এবং সবাই গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

এ ঘটনার পর কেন্দ্রীয় বিএনপি উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত রাখে এবং মিরসরাই উপজেলা বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট