
খাগড়াছড়ির মানিকছড়িতে সেনাবাহিনীর পৃথক অভিযানে ২৩০ ইয়াবা ও ১৫২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক মদ ব্যবসায়ীকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫২ লিটার প্যাকেটজাত চোলাইমদ জব্দ করা হয়। এ সময় বান্দিরাম ত্রিপুরা (৪৪) নামের একজন মদ ব্যবসায়ীকে আটক করে তারা। উদ্ধার মদ দেশের বিভিন্ন এলাকায় পাচারের উদ্দেশ্যে প্যাকেটজাত করা হয়েছিল।
এর আগে বিকেলে উপজেলার তিনটহরী হেডকোয়ার্টার এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা) বিক্রির সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ২৩০ ইয়াবা জব্দ করা হয়। তবে ইয়াবা উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা হয়নি।
অভিযান শেষে আটক ব্যক্তি, জব্দ করা মদ ও ইয়াবা মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, অবৈধ মদ ও ইয়াবা ধ্বংসের যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে।
সেনাবাহিনী ভবিষ্যতেও এসব অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।
পূর্বকোণ/জহুর/জেইউ/এএইচ