
চট্টগ্রামের আনোয়ারা মালঘর বাজারে হানা দিলেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান চালিয়ে ৬টি মামলায় ৪৭ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ অভিযান চালান আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।
জানা গেছে, দুটি বেকারির বিরুদ্ধে খাদ্যে ভেজালসহ নানা অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি জরিমানা সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায়।
ইউএনও বলেন, বাজারে অনিয়ম রোধে অভিযান চলবে নিয়মিত।
পূর্বকোণ/জেইউ/এএইচ