
নিজ ঘরে কুপিয়ে খুন করা হল এক বৃদ্ধকে। রবিবার কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পূর্ব চরপাড়া গ্রামে নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত আবদুর রহিমের (৬৪) স্ত্রী ছেনু আরা বেগম আজ মঙ্গলবার চকরিয়া থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
তবে অভিযোগের আঙুল সরাসরি গিয়েছে প্রতিবেশীদের দিকেই। ছেনু আরার দাবি, ‘আমার স্বামীর কারও সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। কিন্তু বাড়ির সীমানা ও জমি নিয়ে প্রতিবেশী আবদুল হাকিম, আরমানদের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার ঘেরা-বেড়া ভেঙে দিয়েছে ওরা।’
তিনি আরও জানান, ঈদের আগে ব্যবসার জন্য পাঁচটি গরু কেনা হয়। পরে সেগুলো বিক্রি করে টাকা স্টিলের শো-কেসে রেখে দেন। গত শুক্রবার তিনি মহেশখালীতে যান। সেই সময় ঘরে রেখে যান প্রায় ২ লাখ টাকা। রবিবার দিনের যে কোনো সময় ঘরে কেউ না থাকাকালেই রহিমকে কুপিয়ে হত্যা করা হয়।
ময়নাতদন্তে দেখা গেছে, ধারালো অস্ত্রের একাধিক আঘাতে মৃত্যু হয়েছে রহিমের।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সীমানা বিরোধের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। সন্দেহভাজনদের নজরে রাখা হয়েছে। আশা করছি দ্রুতই মূল আসামিদের ধরা সম্ভব হবে।
বৃদ্ধ রহিমের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশীদের একাংশ বলছেন, এমন নৃশংসতা আগে দেখিনি। বৃদ্ধ মানুষটা কারও সঙ্গে ঝামেলা করতেন না।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ