
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের কলেজবাজার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সেনা-পুলিশ যৌথ বাহিনীর একটি দল।
গ্রেপ্তার হওয়া নুরুল আবসার নিশু (৩২) শিকলবাহা ৭ নম্বর ওয়ার্ডের মঙ্গল মাঝির বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম প্রকাশ বইদ্যার ছেলে।
সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ মে কর্ণফুলী থানা পুলিশের একটি দল টহল দিতে যাওয়ার সময় কলেজ বাজারের জামালপাড়া এলাকায় হামলার ঘটনা ঘটে। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ একাধিক পুলিশ সদস্য আহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামি ছিলেন নিশু। এছাড়াও তার বিরুদ্ধে ছিনতাই ও চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে।
রবিবার রাতে যৌথ বাহিনী নিশুর অবস্থান নিশ্চিত হয়ে কলেজ বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেয় নিশু। তবে সেখান থেকেই যৌথ বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, যৌথ বাহিনীর অভিযানে নিশুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/নয়ন/জেইউ/পারভেজ