চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

রাঙামাটির হোটেলে চট্টগ্রামের নারীর লাশ উদ্ধার
রাঙামাটির হোটেলে চট্টগ্রামের নারীর রহস্যজনক মৃত্যু, আটক ম্যানেজার

ঢাকার পরিচয়ে হোটেলে ওঠা

রাঙামাটির হোটেলে চট্টগ্রামের নারীর লাশ উদ্ধার

পূর্বকোণ ডেস্ক

২৮ জুলাই, ২০২৫ | ১:০৯ অপরাহ্ণ

পাহাড়ঘেরা শহরের এক হোটেল কক্ষে পাওয়া গেল এক নারীর ঝুলন্ত দেহ। নাম-পরিচয় নিয়ে ধোঁয়াশা, ঠিকানা চট্টগ্রাম হলেও হোটেল রেজিস্টারে নিজেকে পরিচয় দিয়েছেন ঢাকার বাসিন্দা হিসেবে। রহস্য আরও ঘনীভূত হয়েছে ঘটনায় হোটেল ম্যানেজার আটক হওয়ার পর।

ঘটনাটি রাঙামাটির রিজার্ভবাজার এলাকার হোটেল ‘গোল্ডেন হিল’-এর। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে ওই হোটেলের ৫ নম্বর রুম থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৪০ বছর বয়সী মুন্নি আক্তারের দেহ। তিনি চট্টগ্রামের পাহাড়তলী এলাকার বাসিন্দা বলে স্বজনেরা শনাক্ত করেছেন।

তবে হোটেলে তিনি নিজের নাম লিখিয়েছিলেন মুন্না সরকার, ঠিকানা হিসেবে দিয়েছিলেন ঢাকা।

হোটেল সূত্রে জানা গেছে, ২৬ জুলাই হোটেলে ওঠেন তিনি। রবিবার রাত সাড়ে ৯টার দিকে তার রুম থেকে দীর্ঘ সময় সাড়া না মেলায় হোটেল কর্মীরা দরজা ধাক্কাধাক্কি করেন। ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলছেন মুন্নি। এরপর তাকে নিচে নামিয়ে পুলিশে খবর দেওয়া হয়।

রাত দেড়টার দিকে রাঙামাটি কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। হোটেল ম্যানেজার কুতুবউদ্দিন (৪৮)–কে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

রাঙামাটির হোটেল মহলে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের মধ্যে নানা গুঞ্জন, রহস্যময় মৃত্যু কি আদৌ আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কিছু? তদন্তেই মিলবে উত্তর।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট