
জমি সংক্রান্ত বিরোধের ‘বিচার’ হতে চলেছিল গ্রামের মসজিদে। কিন্তু সেই মীমাংসা সভাকে রক্তাক্ত করে তুলতেই নাকি আগে থেকেই ওঁত পেতে ছিল ‘তৌহিদ ডাকাত গ্রুপ’। অস্ত্র বোঝাই করে রাখা হয়েছিল গোপন আস্তানায়। তার আগেই অভিযান চালাল সেনা। গ্রেপ্তার হল ডাকাত দলের সক্রিয় সদস্য।
ঘটনাটি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী আশ্রয়ণ প্রকল্প এলাকায়। সোমবার (২৮ জুলাই) ভোররাতে সেনাবাহিনীর একটি দল অভিযান চালায়।
সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোর ৫টার দিকে অভিযান শুরু হয়। পালাতে গিয়ে ধরা পড়ে নুরুল আমিন (৩০)। সে ওই এলাকার খলিলুল রহমানের ছেলে।
আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পরিত্যক্ত টিনের ঘরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় তিনটি একনলা এলজি, আটটি কার্তুজ, চারটি দেশীয় রামদা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়হাতিয়ার ৮ নম্বর ওয়ার্ডের রফিক মেম্বার নামের এক ব্যক্তি সকাল ১০টার দিকে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে নতুন পাড়া জামে মসজিদে বৈঠক ডাকেন। অভিযোগ, সেই বৈঠকে আচমকা হামলা চালিয়ে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিল তৌহিদ ডাকাত চক্র। তারই প্রস্তুতি হিসেবে আগেভাগে এলাকায় মজুত রাখা হয় অস্ত্র।
সেনার অভিযানে সেই পরিকল্পনা ভেস্তে যায়। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতকে পুলিশের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
পূর্বকোণ/মনির/জেইউ