চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বোয়ালখালীর আজিজুরের আবুধাবিতে মৃত্যু

বোয়ালখালী সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৫ | ১১:৪৩ অপরাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে হৃদরোগে মারা গেছেন বোয়ালখালীর বাসিন্দা প্রবাসী আজিজুর রহমান তালুকদার (৪৭)। গতকাল শনিবার (২৬ জুলাই) বিকেলে আবুধাবির শিল্পনগরী মোসাফ্ফা সানাইয়ায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দেশটির স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

বিষয়টি নিশ্চিত করে আজিজুর রহমানের ছোট ভাই মো. মাসুদ জানান, আজিজুর রহমান দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে।

আজিজুর রহমান বোয়ালখালী পৌরসভা ২ নাম্বার ওয়ার্ডের উত্তর গোমদন্ডী আফজাল তালুকদারের নতুন বাড়ির মরহুম মজিবুর রহমান তালুকদারের ছেলে। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে

জানা গেছে, প্রবাসী আজিজুর রহমান ১৯৯৭ সালে জীবীকার তাগিদে আবুধাবিতে পাড়ি দিয়েছিলেন। সেখানে মেকানিকের কাজ করতেন। মাঝে ৬ বছর দেশে ছিলেন। এরপর পুনরায় আবুধাবিতে ফিরে যান।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট