চট্টগ্রাম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজ ঘরে নৃশংস খুন, স্ত্রীর অভিযোগ- সীমানা বিরোধই কাল হল
ফাইল ছবি

চকরিয়ায় বারান্দায় পড়ে ছিল বৃদ্ধের রক্তাক্ত লাশ

চকরিয়া সংবাদদাতা

২৭ জুলাই, ২০২৫ | ১১:২৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় নিজ ঘরের বারান্দা থেকে আবদুর রহিম (৬৪) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম মহেশখালী উপজেলার মাতারবাড়ির বাসিন্দা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, আবদুর রহিম একসময় প্রবাসে ছিলেন। কয়েক বছর আগে তিনি চকরিয়ায় বসবাস শুরু করেন। তার সঙ্গে এক প্রতিবন্ধী মেয়ে ও নাতি থাকতেন।

রবিবার সকালে নাতি স্থানীয় মাদ্রাসায় যায়। সন্ধ্যায় ফিরে এসে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় দাদার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, আবদুর রহিমের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ রয়েছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ চলছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট